Header Ads

গান্ধীর ১৫০তম জন্মদিনে প্লাস্টিক বর্জনের ডাক, বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পাশাপাশি বসে সমবেত প্রার্থনায় যোগ

অমল গুপ্ত, গুয়াহাটি : মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তীতে আজ রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আজ  থেকে  রাজ্যে প্লাস্টিক বর্জন করে দূষণ মুক্ত পরিবেশ গড়ার ডাক দেওয়া হয়েছে। আজ গুয়াহাটির গান্ধী মণ্ডপে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ  পাশাপাশি বসে গান্ধী স্মৃতি তর্পণ করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যায় করে নির্মান করা এক উদ্যান উদ্বোধন করে বলেন, গান্ধী রামরাজ্যের স্বপ্ন দেখে ছিলেন। দূষণ মক্ত পরিবেশ গড়তে চেয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন। ফিট ইন্ডিয়া, গ্রীন ইন্ডিয়া, প্লাস্টিক বর্জন ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছেন। আজ মুখ্যমন্ত্রী গাছের চারা রোপন  করেন। শিক্ষামন্ত্রী জানান, এক অত্যাধুনিক গান্ধী স্বারক নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী আজ খাদি ও গ্রামদ্যোগ  বিভাগের  অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন। মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্য সফর করে পরিবেশ প্রকৃতি সংরক্ষণের উপর জোর দেন। ছাত্রদের হাতে গাছের চারা উপহার দেন। আজ রাজভবনে রাজ্যপাল জগদীশ মুখী প্লাস্টিক মুক্ত পরিবেশ  গঠনের ডাক দেন। উপস্থিত সবার হাতে প্লাস্টিকের কেরি ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ তুলে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.