Header Ads

আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ ,বায়ু সেনা কর্তৃপক্ষ ও বিমান কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন





  1. নয়া ঠাহর প্রতিবেদনঃ বিমান উড়ান ও  অবতরণের ক্ষেত্রে আবহাওয়ার একটি বিশেষ ভূমিকা রয়েছে ।আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ, বায়ু সেনা কর্তৃপক্ষ ,ও বিমান কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়ে যায় বৃহস্পতিবার। একটি বিমান উড়ান ও  অবতরণের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র।কারণ একটি বিমান উড়ে যাবার  পর আবহাওয়ার উপর বিশেষভাবে নির্ভর করে।

  2. সেটা বাতাসই  হোক অথবা বৃষ্টি হোক অথবা রৌদ্রা ই উঠুক। আবহাওয়া  বিজ্ঞান কেন্দ্রের দেওয়া নির্দেশ  অনুসারে সমস্ত বিমান পরিচালিত হয় । এই সন্দর্ভে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠক।উল্লেখ্য যে  আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে সকল বিমান চালিত হয়।এদিন বড়ঝাড় স্থিত ভিআইপি হোটেল রুদ্রাসারে অনুষ্ঠিত হয় এই বৈঠক।

  3. এই বৈঠকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের দেওয়া  বিজ্ঞপ্তি ও  বায়ু সেনা ,বিমাবসন্দর সাথে অনন্য  কর্তৃপক্ষ  কিভাবে সহায়তা করে আসছে তথা  এই বিজ্ঞপ্তি আগামী  দিনে কিভাবে আরো তথ্য দিতে পারে তার উদ্দেশ্যে  অনুষ্ঠিত হয় এই বৈঠক।এতে  অংশগ্রহণ করে রিজনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ,এনইয়ার, এএআই সঞ্জীব জিন্দাল।তিনি  বিমান চালনার ক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব বিস্তৃতভাবে আলোচনা করেন এবং আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা বিষয়েও আলোচনা করেন।এয়ারপোর্ট ডিরেক্টর রমেশ কুমার বিমান চালানোর ক্ষেত্রে নিজের অভিজ্ঞাতা ব্যক্ত করেন।এদিনের অনুষ্ঠানে  ডিডি জিএম আরসিএম ডঃসঞ্জয় ও শাহ,বড়ঝাড় বায়ুসেনার অধিকারীরা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এর ভারপ্রাপ্ত অধিকারী, বিভিন্ন বিমান প্রতিষ্ঠান লোক উপস্থিত ছিলেন। আগামী ভবিষ্যৎতে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র যাতে  সফলতার সাথে কাজ করতে পারে তার উদ্দেশ্যে  অনুষ্ঠিত হয় এই বৈঠক।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.