ভাইয়ের কাছে ভোটে হেরে কেঁদে ফেললেন মহারাষ্ট্ৰের বিজেপি মন্ত্ৰীর
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভাইয়ের কাছে ভোটে হেরে হাউমাউ করে কেঁদে ফেললেন মহারাষ্ট্ৰের বিদায়ী সরকারের গ্ৰামোন্নয়ন ও নারী কল্যাণ দফতরের মন্ত্ৰী তথা মহারাষ্ট্ৰের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে। তাঁকে পাৰ্লি কেন্দ্ৰে প্ৰাৰ্থী করেছিল বিজেপি। বিরোধী প্ৰাৰ্থী হিসেবে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তার তুতো ভাই ধনঞ্জয় মুণ্ডে।
ছবি, সৌঃ ইন্টারনেট
তৃতীয় রাউন্ড পৰ্যন্ত এগিয়ে ছিলেন পঙ্কজা। কিন্তু বেলা বাড়তেই খেলা ঘুরে যায়। ভাইয়ের কাছে হেরে চেয়ার যায় দিদির।
কোন মন্তব্য নেই