Header Ads

গুজরাতে কংগ্ৰেসের কাছে হারলেন নয়া বিজেপি নেতা অল্পেশ ঠাকুর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কংগ্ৰেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাত করে লোকসভা ভোটের পরপরই বিজেপিতে যোগ দিয়েছিলেন ওবিসি নেতা অল্পেশ ঠাকুর। এবার সেই নয়া বিজেপি নেতা অল্পেশকে গুজরাতে বিধানসভা উপনিৰ্বাচনে কংগ্ৰেসের কাছে হারতে হল।

মোদি বিরোধী এই নেতা ২০১৭ সালে গুজরাতে ভোটের সময় কংগ্ৰেসে যোগ দিয়েছিলেন। গুজরাতের রাধানপুর থেকে কংগ্ৰেসের বিধায়কও হয়েছিলেন। এবার সেই রাধানপুরেই কংগ্ৰেসের কাছে হারতে হল নয়া বিজেপি নেতা অল্পেশকে।


ছবি, সৌঃ আন্তৰ্জাল




গুজরাতে ৬ টি বিধানসভা উপনিৰ্বাচনে বিজেপি এবং কংগ্ৰেস ৫০-৫০ অবস্থানে রয়েছে। বিজেপি জিতেছে তিনটি আসনে, কংগ্ৰেসও তিনটিতে জিতেছে। এই গুজরাতেই পাঁচ মাস আগে লোকসভা নিৰ্বাচনে ২৬টি আসনের মধ্যে ২৬টিতেই জিতেছিল বিজেপি। উপনিৰ্বাচনে এই ফিফটি ফিফটি ফলাফলকে বিজেপির কাছে ধাক্কা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.