Header Ads

ফের আন্তর্জাতিক মহলে ঝটকা পাকিস্তানের, রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক আদালতের সভাপতি বললেন, ভিয়েনা কনভেনশনের ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান

ননী গোপাল ঘোষ : কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক মহলে ফের বড় ধাক্কা খেল পাকিস্তান। আন্তর্জাতিক আদালতের সভাপতি আবদুলকোয়াই ইউসুফ বুধবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বলেছেন, ভারতীয় বন্দি কুলভূষণ যাদবের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের ৩৬ নম্বর ধারা লঙ্ঘন করেছে পাকিস্তান। কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশও পুনর্বিবেচনা করতে বলা হয় পাকিস্তানকে।
পাকিস্তানের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনেছিল ভারতও। কুলভূষণের সঙ্গে ভারতীয় কনস্যুলেটের কর্মীরা দেখা করতে পারছেন না বলে জানিয়েছিল দিল্লি।ভারতের অভিযোগের অনেকটাই সায় মিলল আন্তর্জাতিক আদালতের বিচারপতির বক্তব্যে।
আন্তর্জাতিক আদালতের বিচারপতি আবদুলকোয়াই ইউসুফ সাফ বলেছেন, ভিয়েনা কনভেনশনে কোথাও বলা হয়নি গুপ্তচরবৃত্তির অভিযোগে যাঁরা ধরা পড়বেন, তাঁদের সঙ্গে দূতাবাসকর্মীদের দেখা করতে দেওয়া হবে না। কুলভূষণকে গ্রেফতারের পরপরই পাকিস্তান ভারতীয় কনস্যুলেটকে জানায়নি । তিন  সপ্তাহ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল গ্রেফতারের খবর।
কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন। পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ সে দেশে চরবৃত্তি করতে ঢুকেছিলেন। ভারতের বক্তব্য, ইরানে ব্যবসার কাজে যাওয়া কুলভূষণকে অপহরণ করে পাকিস্তান নিয়ে যায় পাকিস্তানি চরেরা। ২০১৭ সালে পাকিস্তানের সেনা আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল কুলভূষণকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.