Header Ads

উপনির্বাচনে ২ কেন্দ্রে কংগ্রেস আর ১ কেন্দ্রে বাম প্রার্থী ! বাম-তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : করিমপুরে উপনির্বাচনে বাম প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই বিমান বসু বলেন, ২ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে আর এক কেন্দ্রে দিচ্ছে বামেরা। সিপিএম প্রার্থী গোলাম রাব্বি এবার এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন। গোলাম রাব্বি পেশায় আইনজীবী।
তৃণমূলের মহুয়া মৈত্র এই আসনের বিধায়ক ছিলেন। কৃষ্ণনগর আসন থেকে তিনি লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়েছে। একসময়ে এই আসনে সিপিএম-এর দাপট ছিল। দলের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস এই কেন্দ্রের বাসিন্দা ছিলেন। সেই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হচ্ছেন গোলাম রাব্বি।
এবার উপনির্বাচনে দিন ঘোষণার আগে থেকেই জোট ও আসন ভাগাভাগি নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে আলোচনা চলেছে। সোমেন মিত্র চিঠি দিয়েছিলেন আসন ভাগাভাগি নিয়ে। তা নিয়ে বামফ্রন্টে আলোচনা সারেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। সেখানেই ঠিক হয়ে যায় আসন রফার সূত্র। এরপর ৩০ ও ৩১ অক্টোবর আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকে চূড়ান্ত হয় বাম প্রার্থীর নাম। বর্তমান পরিস্থিতিতে জোটই পথ বাম কংগ্রেস নেতৃত্বের। এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় বিমান বসু তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার ডাক দিয়েছেন।
যে তিনটি আসনে এই উপনির্বাচন হবে, সেগুলি হল কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদর। গেজেট নোটিফিকেশন জারি করা হয়ে গিয়েছে ৩০ অক্টোবর, বুধবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর, বুধবার। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ৭ নভেম্বর, বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর, সোমবার।
ওদিকে রাজ্যে আসন্ন ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। বৃহস্পতিবার এই ঘোষণা করেন দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণার পর তিন কেন্দ্রেই প্রার্থী জয়ী করতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নাম ঘোষণার সময় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাপস রায় এবং সুজিত বসু।
খড়গপুর সদরে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার। তিনি খড়গপুর পুরসভার চেয়ারম্যানও বটে। ২০১৬-র নির্বাচনে এই কেন্দ্রে নিকটবর্তী কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে জিতেছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হন। ফলে ওই আসনটি খালি হয়।
কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী করা হয়েছে তপন দেব সিংহকে। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে।
করিমপুর আসন থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করা হয়েছে বিমলেন্দু সিংহ রায়কে। তৃণমূলের মহুয়া মৈত্র এই আসনের বিধায়ক ছিলেন। কৃষ্ণনগর আসন থেকে তিনি লোকসভায় নির্বাচিত হওয়ায় করিমপুর আসনটি ফাঁকা হয়েছে। একসময়ে এই আসনে সিপিএম-এর দাপট ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.