'কাশ্মীর আর ভারতের মাঝের দেওয়াল ভেঙে দিয়েছে' আর্টিক্যাল ৩৭০ ! 'একতা দিবস'-এ ঝাঁঝালো মোদী
বিশ্বদেব চট্টোপাধ্যায় : সর্দার প্যাটেলের ১৪৪তম জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন গুজরাতের কেভাডিয়ায় স্ট্যাচু অপ ইউনিটিতে। সেখানে সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের পরিচয়। এই দিনটিকে কেন্দ্রের তরফে ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে পালন করা হয়।
কুর্তা পায়জামার ওপরে নীল জ্যাকেটে মোদী সর্দা প্যাটেলের ১৮২ ফুট উঁচু মূর্তিতে মাল্যদান করেন। ভারতের প্রথম উপ উপপ্রধানমন্ত্রী ছাড়াও চিনি ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর উদ্যোগেই দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী একতা দিবসের প্যারেডেও অংশ নেন। যা প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছিল।
এই উপলক্ষে হাজারো স্কুলের ছাত্রছাত্রী ঐক্যের শপথ নেয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা ছাড়াও ছিলেন শিল্পী এবং দর্শকরা। এদিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই শপথ তিনি নিচ্ছেন, দেশের ঐক্যের জন্য। দেশের ঐক্য সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের কাজের জন্য, বলেন মোদী।
এদিন তিনি ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের মেমেন্টো তুলে দেন প্রয়াত হাবিলদাল নাসির আহমেদের স্ত্রী শাহজিয়া কৌসরের হাতে। সিআরপিএফ-এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নের নাসির আহমেদ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন এবছরের ফেব্রুয়ারিতে।
দিল্লিতে অমিত শাহ যে সুরে কথা বলেছেন, সেই একই সুরে যেন গুজরাতের কেভড়িয়া থেকেও বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভারতকে একাত্ম করতে সর্দার প্যাটেলের যে স্বপ্ন দেখেছিলেন তা সম্পূর্ণ রূপ পেয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে ফের একবার নিজের মন্ত্রিসভার সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা উঠে আসে মোদীর মুখে।
তিনি জানান, একাত্মবোধ দ্বারা গোটা দেশ উৎসাহিত হয়। মোদী বলেন , সর্দার প্যাটেল নতুন ভারতের সূচনা করেন। আর সেখানেই রয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধরাা তুলে নেওয়ার মাহাত্ম্য।
মোদী এদিনের অনুষ্ঠানে জানান, গত ৩ দশকে কাশ্মীরে প্রায় ৪০ হাজার জনের মৃত্যু হয়েছে। বহু মা সন্তানহারা হয়েছে। আর্টিক্যাল ৩৭০ ধারা বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসকে কাশ্মীরে জন্ম দিয়েছিল। আর ৩৭০ ধারা তুলে দেওয়াতে কাশ্মীর আর ভারতের মাঝের দেওয়াল সরে গিয়েছে।
এদিনের মঞ্চ থেকে মোদী বলেন কাশ্মীরে কিভাবে ব্লক স্তরের নির্বাচনে ৯৮ শতাংশ মানুষ অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী বলেন এত সংখ্যক মানুষ যদি নির্বাচনে অংশ নেন, তাহলে সেটাই স্পষ্ট বার্তা যে কাশ্মীরে রাজনৈতিক স্থিরতা আছে কি না।









কোন মন্তব্য নেই