তথ্য ফাঁসের জরিমানা দিচ্ছে ফেসবুক
নয়া ঠাহর প্রতিবেদন : ৫ লাখ পাউন্ড জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জেরে এই জরিমানা। এ তথ্য জানিয়েছে, ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণবিষয়ক সংস্থা তথ্য চুরির কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকদের তোপের মুখে পড়েছেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
গত বছর রাজনৈতিক দলের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা অনৈতিকভাবে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল। তা সামনে আসার পরপরই জরিমানা করে আইসিও। আইসিওর উপকমিশনার জেমস ডিপল জনস্টোন বলেন, ‘ব্রিটেনের জনগণের তথ্য যে হুমকির মুখে, সে বিষয়েই আমাদের চিন্তা ছিল বেশি। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সুরক্ষিত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন তথ্য সুরক্ষার ব্যাপারে ফেসবুক পদক্ষেপ নিচ্ছে এবং পরবর্তীতেও নেবে, তা জানতে পেরে আমরা সন্তুষ্ট।’
উল্লেখ্য, কেলেঙ্কারির পর প্ল্যাটফর্মে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে। যাতে তৃতীয় পক্ষের অ্যাপ সহজে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে না পারে।ব্যবহারকারীদের তথ্য এবং গোপনীয়তা রক্ষা করা ফেসবুকের প্রধান দায়িত্ব এবং ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণ ও সুরক্ষার ক্ষেত্রে নতুন ব্যবস্থা তৈরিতে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।









কোন মন্তব্য নেই