দেশের ঐক্য সম্প্রীতি অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বল্লভ ভাই প্যাটেলের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল
অমল গুপ্ত, গুয়াহাটি
সারা দেশের সঙ্গে আজ অসমেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লৌহমানব বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবসটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়। এর সঙ্গে সাযুজ্য রক্ষা করে একতা দৌড়েরও আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার নেহরু স্টেডিয়াম থেকে এই একতা দৌড়ের ফ্ল্যাগ অফ করে বল্লভ ভাই প্যাটেলের জীবনাদর্শ স্মরণ করে বলেন, দেশকে এক সূত্রে বাঁধতে, দেশের ঐক্য সংহতি অখণ্ডতা রক্ষা করতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
নেহরু ময়দান থেকে লতাশীল ময়দান পৰ্যন্ত এই একতা দৌড়ে বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। রাজ্য পুলিশ প্রধান কাৰ্যালয়ে এডিজিপি মুকেশ আগরওয়াল অন্যান্যদের সঙ্গে একতা দিবসে শপথ গ্রহণ করেন, কাহিলিপাড়া ফোর্থ ব্যাটালিয়নে এডিজিপি কুলধর শইকিয়া একতা দৌড়ের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন, দেশের ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে বল্লভ ভাইয়ের অবদানের কথা স্মরণ করেন। আজ জনসংযোগ কাৰ্যালয়েও দিবসটি উদযাপিত হয়। ডিরেক্টর অনুপম চৌধুরী অন্যান্যদের সঙ্গে সংকল্প দিবসে শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালেরও জন্মদিন। তাঁর ৫৮ তম জন্ম দিনে সবাই তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। আজ আবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিদান দিবস, এই দিনে তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। অসম প্রদেশ কাৰ্যালয় রাজীব ভবনে কংগ্রেস কর্মী নেতারা ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সারা দেশের সঙ্গে আজ অসমেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লৌহমানব বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবসটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়। এর সঙ্গে সাযুজ্য রক্ষা করে একতা দৌড়েরও আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার নেহরু স্টেডিয়াম থেকে এই একতা দৌড়ের ফ্ল্যাগ অফ করে বল্লভ ভাই প্যাটেলের জীবনাদর্শ স্মরণ করে বলেন, দেশকে এক সূত্রে বাঁধতে, দেশের ঐক্য সংহতি অখণ্ডতা রক্ষা করতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।









কোন মন্তব্য নেই