Header Ads

শুরু হল নতুন পথ চলা, কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বিশেষ অধিকার লোপের পর এবার কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। পাশাপাশি ৩১ অক্টোবর অর্থাৎ বৃষ্পতিবারের পর থেকে এবার জম্মু ও লাদাখে সরকারি ভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কার্যক্রম শুরু হতে চলেছে।
এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একটি ঘোষণাপত্রে সরকারি ভাবে জানানা, ' সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী আমি রাষ্ট্রপতি হিসাবে ২০১৮-র ডিসেম্বর থেকে থেকে জম্মু-কাশ্মীরে বলবৎ থাকা রাষ্ট্রীয় শাসন প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। ’ অন্যদিকে এর আগে ২০১৭ সালে জুন মাসে পিডিপি সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পরেও উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি করা মোদী সরকারের তরফে।
চলতি বছরেই ৫ই আগস্ট জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারির মধ্য দিয়ে বাতিল করা হয় ৩৭০ ও ৩৫-এ ধারা। যবনিকা পরে স্বাধীনতা পরবর্তী ৭০ পছরের ইতিহাসে। বিশেষ রাজ্যের মর্যাদা হারায় ভূস্বর্গ। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক ভাগে ভেঙেও ফেলাও হয়। 
জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে ওইদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, এখন থেকে রাজ্যটি দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিগণিত হবে। একটি হবে লাদাখ ও অন্যটি জম্মু-কাশ্মীর। লাদাখের কোনও বিধানসভা না থাকলেও, জম্মুর জন্য একটি বিধানসভা থাকছে বলেও সরকারি নির্দেশিকায় জানান তিনি।
এদিকে রাজ্য ভেঙে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের নিয়োগ করতে প্যানেল গঠন করেছে কেন্দ্র। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আজ শপথ নিতে চলেছেন গিরীশ চন্দ্র মুর্মু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ নেবেন রাধাকৃষ্ণ মাথুর। এদিকে লেফটেন্যান্ট গভর্নররা শপথ নিলেও ক্যাডার বণ্টনের কাজ সম্পূর্ণ হয়নি এখনও। নতুন নিয়োগের ক্ষেত্রে বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে, 'অরুণাচল‌ প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডার'-কে।
দুই কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট আইএএস ও আইপিএস আধিকারিকের সংখ্যা ২৭৭ বলে জানা গেছে।আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে কোথায় তাঁরা থাকতে চান। তবে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা রয়েছে যে কোনও নির্দেশকে পর্যালোচনা করার। বদলির চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবেন লেফটেন্যান্ট গভর্নর।
এদিকে সম্পূর্ণ হয়নি পুলিশ বাহিনীর বণ্টনও। যা বেশ কঠিন হতে চলেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ বিভাগে রয়েছেন ৮৪ হাজার পুলিশকর্মী। আধিকারিক রয়েছেন প্রায় ৪০ হাজার। বিশেষ পুলিশ আধিকারিক ও পুলিশ দু'টিই লাদাখে কম রয়েছে। কারণ লাদাখের জনসংখ্যা কম। সেই বন্টণ কার্যকর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লেফটেন্যান্ট গভর্নররা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.