Header Ads

মোদী-শাহদের দেওয়া লক্ষ্য মাত্রা ছাড়িয়েছে ! এবার বাংলা বিজেপির সদস্য ছাড়াতে পারে উত্তর প্রদেশকে

বিশ্বদেব চট্টোপাধ্যায় : বাংলা জুড়ে ৬ জুলাই থেকে শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। ওই দিনটি ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিন। বুধবার পর্যন্ত প্রায় ৯৮ লক্ষ মানুষ বিজেপি সদস্যপদের জন্য আবেদন করেছেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। এত বিপুল পরিমাণ সদস্যপদের দাবি এর আগে কখনও হয়নি বলেও দাবি করা হয়েছে বিজেপির সূত্রে। এই সংখ্যাটা খুব তাড়াতাড়ি কোটিতে পৌঁছে যাবে বলেও দাবি করা হয়েছে।
২০০৯ সালে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার জন রাজ্য থেকে বিজেপির সদস্যপদ গ্রহণ করেছিলেন। ২০১৪ সালে সংখ্যা ছিল ৪৩ লক্ষের মতো। এবার সেই সংখ্যাটা গিয়েছে ৯৮ লক্ষে। বিজেপি নেতৃত্বের দাবি, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ সদস্য সংগ্রহের নিরিখে উত্তরপ্রদেশকে পিছনে ফেলতে চলেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ৬০ লক্ষের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল রাজ্য নেতৃত্বকে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, রাজ্য নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রাথমিক লক্ষ্য ১ কোটি সদস্য সংগ্রহ করা।
যোগী রাজ্য উত্তরপ্রদেশে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ। রাজ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে সদস্য সংগ্রহ অভিযান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.