Header Ads

মহানন্দায় নৌকাডুবি, ২ জনের দেহ উদ্ধার, বহু মানুষের তলিয়ে যাওয়ার আশঙ্কা

বিশ্বদেব চট্টোপাধ্যায় : মালদহের চাঁচলে মহানন্দায় নৌকাডুবি। মুকুন্দপুর থেকে জগন্নাথপুর যাচ্ছিল নৌকাটি। দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। আটজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে নৌকাটিতে প্রায় ৭৫ জন যাত্রী ছিলেন। যদিও সরকারি সূত্রে দাবি নৌকায় যাত্রী সংখ্যা ছিল ২৫ থেকে ৩০ জনের মতো।
একদিকে মালদহের চাঁচলের জগন্নাথ পুর ঘাট। অন্যদিকে উত্তর দিনাজপুরের ইটাহারের মুকুন্দপুর। সেই সময় নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। নৌকা বাইচ দেখতে মুকুন্দপুর থেকে জগন্নাথপুরে যাচ্ছিলেন গ্রামবাসীরা। সেই সময় অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে অভিযোগ। খবর পাওয়ার পরেই এলাকায় পৌঁছে যান জেলাশাসক এবং পুলিশ সুপার। ঘটনাস্থলে যান এসডিও এবং এসডিপিও-ও। ঘটনাস্থলে যায় এনডিআরএফ-এর একটি দল। 
উদ্ধার হওয়া যাত্রীদের অভিযোগ মাঝি অতিরিক্ত যাত্রী তুলেছিলেন। আর মাঝনদীতে গিয়ে চাল সামলাতে না পেরে নৌকাটি উল্টে যায়। নৌকায় মহিলা ও শিশুরাও ছিল বলে জানা গিয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরে নৌকাডুবির ঘটনা ঘটেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.