Header Ads

বিদ্যাভারতীর শিক্ষা ব্যবস্থাই নতুন ভারতকে পথ দেখাবে : সঞ্জয় দেব

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : বৃহষ্পতিবার ডলু সরস্বতী শিশুনিকেতনে বিদ্যাভারতীর একদিবসীয় এক সংকুল আচার্য সম্মেলনর আয়োজন করা হয়। এতে বিদ্যাভারতীর অন্তর্ভুক্ত ডলু সংকুলের ডলু সরস্বতী শিশু নিকেতন, জারইলতলা সরস্বতী বিদ্যানিকেতন ও বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের আচার্য-আচার্যারা অংশ গ্রহণ করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা জিসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক যাদবেন্দ্র দেব লস্কর, মূখ্যবক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক সঞ্জয় দেব।এছাড়া অন্যদের মধ্যে ছিলেন জেলা প্রচারক রাজকিশোর ঘাটুয়ার, জেলা কার্যবাহ অভিজিৎ দাস,শিক্ষা বিকাশ পরিষদের প্রান্তীয় সংকুল সংযোজক দিলীপ চন্দ্র নাথ ও সচিব অয়ন চক্রবর্তী। ঐদিন সকালে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের অনুষ্টানিক উদ্ভোদন করেন রাজকিশোর ঘাটুয়ার। তারপর পরিবেশিত হয় সরস্বতী বন্দনা। অনুষ্টানের মূল পর্বে শিশু শিক্ষণ প্রণালী, শ্রেণী কক্ষে ছাত্রদের গণিত শিক্ষাকে সহজ ও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন পদ্ধতি নিয়ে সবিস্তারে আলোচনা করেন আমন্ত্রিত রিসোর্স পার্সনরা। এতে শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। পরে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্টান ও বক্তৃতা প্রতিযোগীতা।   একদিবসীয় এই সম্মেলনের সমাপন অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান বক্তা সঞ্জয় দেব। 
তিনি বলেন প্রাচীন ভারত শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত ছিল। তক্ষশিলা নালান্দার মতো বিশ্ববিদ্যালয়গুলি দেশ বিদেশের অনেক জ্ঞান পিপাষুদের সমৃদ্ধ করেছে। কিন্তু কালক্রমে বারে বারে বিদেশী আক্রমন কারীদের দ্বারা ভারতের এই জ্ঞান ভাণ্ডার ধ্বংস করা হয়েছে। তিনি মেকলে শিক্ষা পদ্ধতিরও কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন যে বর্তমানে বিদ্যাভারতীর প্রচুর সংখ্যক প্রাক্তন ছাত্র ছাত্রীরা সমগ্র দেশের বিভিন্ন উচ্চপদে সুনামের সাথে কাজ করে চলেছে। এমনকি নাসার মতো সংস্থায়ও বিদ্যাভারতীয় ছাত্র ছাত্রীরা কর্তব্যরত আছে। তাই আগামিদিনেও বিদ্যাভারতীর শিক্ষাব্যবস্থাই নতুন ভারতকে পথ দেখাবে বলে মত প্রকাশ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.