Header Ads

মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার দলনেতা একনাথ শিন্ডে

ননী গোপাল ঘোষ : একনাথ শিন্ডেকেই মহারাষ্ট্র বিধানসভায় নিজেদের দলনেতা বেছে নিল শিবসেনা। ঠানের বিধায়ক একনাথ বিগত বিধানসভাতেও শিবসেনার দলনেতা ছিলেন এবং সেই সঙ্গে ছিলেন বিজেপি - সেনা জোট সরকারের মন্ত্রী। শিবসেনার মুখ্য সচেতক হয়েছেন সুনীল প্রভু।
অনেকটা আশ্চর্যজনকভাবেই শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের পুত্র প্রথমবারের বিধায়ক আদিত্য ঠাকরে দলনেতা হিসাবে একনাথ শিন্ডের নাম প্রস্তাব করেন। সেনা সূত্রের খবর, দলীয় প্রধান উদ্ধব ঠাকরে চাইছিলেন না পুত্র আদিত্য দলনেতা হোন। রাজনৈতিক মহলের খবর, শিবসেনা প্রধান   বুঝে গেছেন আদিত্যকে মুখ্যমন্ত্রীর কুর্শীতে দেখা অনেকটাই কঠিন। সরকার গড়তে মহারাষ্ট্র বিধানসভায় ভাল ফল করা শারদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের তরফেও ততটা তৎপরতা দেখা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.