দেশবন্ধু ফুটবল : ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হচ্ছে জেএফসি ক্লাব কালাইন মহাল বনাম লুমছুলুম মেঘালয়
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : উত্তর কাটিগড়ার অন্তর্গত বিহাড়া দেশবন্ধু ক্লাব নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ আগামীকাল অর্থাৎ শুক্রবার। ম্যাচটি আয়োজিত হবে স্থানীয় বিহাড়া যুধিষ্ঠির সাহা স্কুলের মাঠে। ফাইন্যাল খেলায় মুখোমুখি হবে জেএফসি ক্লাব কালাইন মহাল দল বনাম লুমছুলুম মেঘালয়ের ফটবল দল। ফাইন্যাল ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে থাকার কথা ধলছড়া বিএসএফের কমান্ডেন্ট ও কাটিগড়ার এসডিও। ফাইন্যাল ম্যাচে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন বিহাড়া দেশবন্ধু ক্লাবের ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্ত্তী ও অন্যরা।
কোন মন্তব্য নেই