অবশেষে বিজেপিতে তৃণমূলের সব্যসাচী, বললেন, পাকিস্তানের থেকে বাঁচান !
বিশ্বদেব চট্টোপাধ্যায় : অবশেষে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। এদিন দুপুর তিনটে নাগাদ নেতাজি ইন্ডোরে দিলীপ ঘোষের হাত থেকে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। নিজের ভাষণে তিনি বলেন, এনআরসি নিয়ে আপত্তির কিছু নেই। ভাল চাল আর খারাপ চাল আলাদা করার আহ্বান জানান তিনি।
এদিন সকাল থেকেই ব্যস্ততা ছিল সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে। সেখান থেকে বেরোনোর আগে তিনি বলেন এতো সবে শুরু। তিনি বলেন, তাঁর বাড়িতে মুকুল রায়ের লুচি আলুরদম খাওয়া নিয়ে সমস্যার শুরু।
এদিন সায়ন্তন বসু ঘোষণা করেন, তাঁদের দলে যোগ দিচ্ছেন তৃণমূলের রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত। এরপর তাঁকে উত্তরীয় পরিয়ে দেন কৈলাস বিজয়বর্গীয়য। হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে অমিত শাহকে উত্তরীয় দিয়ে সম্মান জানাতে গেলে অমিত শাহ সেই উত্তরীয় পরিয়ে দেন সব্যসাচী দত্তের গলায়। জড়িয়ে ধরেন একে অপরকে।
এরপর নিজের ভাষণে সব্যসাচী দত্ত অমিত শাহের কাছে করা আবেদনে বলেন, রাজ্য পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। সেই রাস্তা থেকে রাজ্যকে বাঁচান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে রাজারহাটের বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এদিন জানান, বাংলার নেতা, তাই বাংলোতেই যোগদান করলেন। পাশাপাশি সঙ্গে থাকা নেতাদের নামও জানিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি জানান কাউন্সিলরদের মধ্যে প্রসেনজিৎ সরদার আর শিবরাম ভাণ্ডারী রয়েছেন তাঁর সঙ্গে।









কোন মন্তব্য নেই