Header Ads

একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার, তৃণমূল সরকারের বিদায়-ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন শাহ !

বিশ্বদেব চট্টোপাধ্যায় : একুশে মোদীর নেতৃত্বে বাংলায় সরকার গড়বে বিজেপি। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ২০১৯-এর নির্বাচন দেখিয়ে দিয়েছে বাংলার ভবিষ্যৎ। সেইমতোই ২০২১-এর নির্বাচনে জিতে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি। সেই পরিবর্তন আনার জন্য প্রতিজ্ঞা করুন।
বাংলায় কোন অঙ্কে পরিবর্তন আসবে, তাও বলে গেলেন শাহ। তিনি বলেন, ২০১৯-এ আমরা বাংলা থেকে ১৮টি আসন জিতেছি। বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন বলেই সম্ভব হয়েছে লোকসভায় ৩০০ আসন ছাড়িয়ে যাওয়া। এবার সেই সাফল্যের সূত্র ধরেই আমরা বাংলায় সরকার গড়ব।
অমিত শাহ বলেন, বাংলাতেও মোদীর নেতৃত্ব সরকার হবে। বাংলার মানুষ নিশ্চয় আমাদের আশীর্বাদ করবেন। কারণ মমতার নেতৃত্বে বাংলা আজ তিতিবিরক্ত। আমরাই সোনার বাংলা গড়ব। আমাদের একবার সুযোগ দিন। এর আগে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূলকে সুযোগ দিয়েছেন। একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। এই বাংলা সোনার বাংলা হবেই।
তিনি বলেন, অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাঙ্ক আর থাকবে না। সেই কারণেই এনআরসি নিয়ে মিথ্যাচার করছেন মমতা। বাংলায় এনআরসি হবেই। কোনও অবস্থাতেই অনুপ্রবেশকারীদের বাংলায় স্থান দেওয়া হবে না। সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব দেওয়া হবে বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদেরও। তিনি বলেন, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদী নতুন ভারত গড়েছেন। এবার সোনার বাংলাও গড়বেন তিনি। বাংলার ঐতিহ্য ছিল সংস্কৃতি। সেই কৃষ্টি-সংস্কৃতির বাংলাকে ফের ফিরিয়ে দেব আমরা। শুধু আমাদের একবার সুযোগ দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.