Header Ads

হিন্দীভাষী যুব মঞ্চের দশেরা উৎসব পালন

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শহরে এই প্রথম রাবণ, মেঘনাথ ও কুম্ভকর্ণ দহন করে দশেরা উৎসব পালন করল হিন্দিভাষী যুবমঞ্চ, শিলচর ও তার সহযোগী সংগঠন । বিজয়া দশমীর দিন বিকেল ৪.৩০-এ রাম ও সীতার পূজা দিয়ে কার্যক্রম শুরু হয়। আচার্য আনন্দ শাস্ত্রী দশেরা উৎসবের প্রাসঙ্গিকতা নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। মানুষ নিজ কর্মগগুণে পরিচিতি লাভ করে। সমাজের সবাইকে নিজের ভিতরে থাকা অশুভ শক্তিকে বিসর্জন দিয়ে সমাজের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় এর এই উৎসব সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনা করে আচার্য আনন্দ শাস্ত্রী রাবণ দহন কার্যের শুভারম্ভ করেন। এ কার্যক্রমে স্থানীয় তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানের জনগণ অংশগ্রহণ করায় মঞ্চের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.