Header Ads

সৌদি আরবে খোলা হাওয়া, এবারে সে দেশের সেনাতেও যোগ দিতে পারবেন সৌদি নারীরা

ননী গোপাল ঘোষ : সৌদি আরবের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে এবার যোগ দিতে পারবেন সৌদি নারীরাও। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের খবর, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ' ভিশন ২০৩০' নামের সংস্কার কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদির অর্থনীতিকে একমাত্র তেল নির্ভর না করে পর্যটনের দরজাও খুলে দিতে চাইছে সৌদি কর্তৃপক্ষ। এরই প্রাথমিক ধাপ হিসাবে। কট্টর ইসলামপন্থী সৌদি আরবে এবার থেকে হোটেলে একসঙ্গে থাকতে পারবেন বিদেশি পুরুষ ও নারী পর্যটকরা, এতদিন তা নিষিদ্ধ ছিল। কারণ, সেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ। শুধু বিদেশিদের জন্যই নয় , হোটেলে থাকার ক্ষেত্রে এখন থেকে শুধু নিজেদের পরিচয়পত্র দেখিয়েই রুম ভাড়া নিতে পারবেন সৌদি নারীরা। এতদিন পুরুষ সদস্যর অনুমতি ছাড়া তা নিষিদ্ধ ছিল।
গতবছর, সৌদির নিরাপত্তা বাহিনীর মাদক - বিরোধী বিভাগ, অপরাধ তদন্ত বিভাগ এবং জেলের তদারকির মতো প্রশাসনিক শাখায় মেয়েদের কাজের সুযোগ করে দিয়েছিল সৌদি আরব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.