Header Ads

চিনের উইঘুর মুসলিমদের উপর অত্যাচার মাত্রা ছাড়া, ভিসায় কড়াকড়ি আমেরিকার

ছবি-সৌজন্য ইন্টারনেট।
ননী গোপাল ঘোষ : চিন যতদিন না শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করছে, ততদিন অবধি চিনের সরকারি অফিসারদের ভিসায় কড়াকড়ি চালু রাখতে চলেছে আমেরিকা।
চিন অবশ্য আমেরিকার এই ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চিনের কথায়, উইঘুর মুসলিমদের এলাকা শিনজিয়াং-এ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে। জঙ্গিদের দমনে তারা আইনানুগ ব্যবস্থা নিয়েছে মাত্র। চিনের অভিযোগ, আমেরিকা চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে অজুহাত খুঁজছে।
বহুদিন ধরেই বিশ্বের মানবাধিকার কর্মীদের অভিযোগ, শিনজিয়াং প্রদেশে জঙ্গিদের দমনের নামে উইঘুর  মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে বেজিং। আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিও জানিয়েছেন, চিন ১০ লক্ষের বেশি মুসলিমকে আটকে রেখেছে। শিনজিয়াং-এর ধর্ম ও সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে চিন। বিনাবিচারে আটকে রাখা উইঘুর মুসলিমদের অবিলম্বে ছেড়ে দেওয়া ও অত্যাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি।
আমেরিকার বিদেশ দফতরের ঘোষণা, চিনের যেসব সরকারি কর্মী ও কমিউনিস্ট পার্টির সদস্যরা উইঘুর ও কাজাখ মুসলিমদের উপর অত্যাচারে জড়িত তাদের ভিসা দেওয়ার উপরে কড়াকড়ি করবে তারা। আমেরিকায় পড়াশোনা করতে চিনের কমিউনিস্ট পার্টির অনেক সদস্যদের সন্তানেরা যান। এবারে ভিসায় কড়াকড়ির জেরে এঁদের অসুবিধায় পড়তে হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.