Header Ads

বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন হরিয়ানার বিজেপি প্রার্থী

ননী গোপাল ঘোষ : 'যাঁরা ভারত মাতা কি জয় বলতে পারেন না , তাঁদের ভোটের কোন মূল্য নেই ' - এই ছিল মন্তব্য হরিয়ানার বিজেপি প্রার্থী টিকটক ভিডিও শোয়ের তারকা সোনালি ফোগাটের। এই মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে হল টিকটক তারকা সোনালিকে।
সংবাদসংস্থা এএনআই -এর খবর অনুযায়ী সোনালি বলেন , যদি কেউ তাঁর মন্তব্যে আঘাত পেয়ে থাকেন, তাহলে তাঁদের কাছে ক্ষমা চাইছেন তিনি । সোনালির মন্তব্য, আসলে তিনি বলতে চেয়েছিলেন , ভারত মাতা কি জয় আমাদের সকলের বলা উচিত । এটা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানানোর একটা মাধ্যম।
সোনালি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন হরিয়ানার আদমপুর  কেন্দ্র থেকে । সোনালির বিরুদ্ধে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলালের ছেলে কুলদীপ বিষনোই। নির্বাচনী প্রচারে বালমুকুন্দ গ্রামে গিয়ে ওই মন্তব্য করেছিলেন সোনালি । আগামী ২১ অক্টোবর ভোট হরিয়ানার।

No comments

Powered by Blogger.