বিশ্বজিৎ রায়বৰ্মণের অকালপ্ৰয়াণে শোকাহত বাৰ্তাজীবী, শঙ্খ প্ৰেস এমপ্লয়িজ ইউনিয়ন সহ রাজ্যের বিভিন্ন সংগঠন
নয়া ঠাহর, গুয়াহাটিঃ দৈনিক যুগশঙ্খ পত্ৰিকার গুয়াহাটি সংস্করণের বাৰ্তা সম্পাদক বিশ্বজিৎ রায়বৰ্মণের আকালপ্ৰয়াণে গভীর শোকপ্ৰকাশ করেছে শঙ্খ প্ৰেস এমপ্লয়িজ ইউনিয়ন, অসম বাৰ্তাজীবী সংঘ, অসম ক্ৰীড়া সাংবাদিক কল্যাণ সংস্থা সহ রাজ্যের বিভিন্ন সংগঠন।
প্ৰসঙ্গত, দুৰ্গাপুজোর আগেই স্ট্ৰোকে আক্ৰান্ত হন বিশ্বজিৎ। গত কিছুদিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে থাকার পর শুক্ৰবার সকাল ১০ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্ৰ ৪৮ বছর। এদিন সন্ধ্যায় নিজেদের কাৰ্যালয়ে এক শোকসভা করে শঙ্খ প্ৰেস এমপ্লয়িজ ইউনিয়ন। সভায় প্ৰয়াতের প্ৰতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে তাঁর কথা স্মরণ করা হয়। বিশ্বজিতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় প্ৰয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউনিয়নের সভাপতি নিখিল তালুকদার, সহসভাপতি গোপাল পাল, সচিব পিনাক দত্ত, সহকারী সচিব সুধাময় নাথ, আয়োজক সচিব শৈবাল কান্তি দাস, কাৰ্যনিৰ্বাহী সদস্য মালা দে সমেত আরও অন্যান্যরা। শুরু থেকেই ইউনিয়নের সঙ্গে ছিলেন বিশ্বজিৎ, দীৰ্ঘদিন ধরে পত্ৰিকার কাজ করে গেছেন তিনি, তাই যুগশঙ্খ কৰ্তৃপক্ষের কাছে প্ৰয়াতের পরিবারের পুরো দায়িত্ব নেওয়ার দাবি জানা ইউনিয়ন সচিব পিনাক দত্ত।
এদিকে, বিশ্বজিতের প্ৰয়াণে শোকপ্ৰকাশ করেছে অসম বাৰ্তাজীবী সংঘ। এক শোকবাৰ্তায় সংঘের সভাপতি কেশব কলিতা এবং সচিব টুটুমণি ফুকন বলেছেন, ২০১৩ সাল থেকেই সংঘের সঙ্গে জড়িত ছিলেন বিশ্বজিৎ। তাঁর প্ৰয়াণ সংঘের কাছে এক বিরাট ক্ষতি। প্ৰয়াতের পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছেন কেশব ও টুটুমণি। বিশ্বজিতের প্ৰয়াণে শোক প্ৰকাশ করেছেন অসম ক্ৰীড়া সাংবাদিক কল্যাণ সংস্থা সচিব হিলদোল গগৈ। শোক প্ৰকাশ করেছেন সভাপতি কুমুদ তালুকদারও।
কোন মন্তব্য নেই