মুখ্যমন্ত্রীর ভাইফোঁটা প্রাপকদের তালিকায় কি এবার রাজ্যপাল ! জল্পনা তুঙ্গে
বিশ্বদেব চট্টোপাধ্যায় : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার কালীপুজো এবং ভাইফোঁটায় রাজ্যপাল এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তা নিয়ে কি জল্পনা তৈরি হয়েছে? এক প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানিয়েছেন, হতে পারে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি তা এখনও জানেন না। তবে সূত্রের খবর অনুযায়ী, ভাইফোঁটায় আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীর তরফে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে রাজভবনে।
রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালীপুজো এবং ভাইফোঁটায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানান, তাহলে তিনি আনন্দিতই হবেন। প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানিয়েছেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক মুখ্যমন্ত্রীর সুবিধা অনুযায়ী হবে।
প্রসঙ্গত, প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়ে থাকে। এই কালী পুজো হয়ে আসছে তিন দশকের বেশি সময় ধরে। মুখ্যমন্ত্রী নিজে এবং পরিবারের সদস্যরা যজ্ঞে অংশ নেন। ইদানিং বেশ ধুমধাম করেই পুজো হয়। উপস্থিত থাকেন মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তা এবং গুণগ্রাহীরা।
অন্যবারের মতো এবারেও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান হবে। তবে তালিকায় এবার রয়েছে রাজ্যপালের নাম। সূত্রের খবর এমনটাই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে রাজভবনে আমন্ত্রণপত্র পৌঁছেও গিয়েছে বলে জানা গিয়েছে। আমন্ত্রণ পত্রে ২৯ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকে যাদবপুরই হোক কিংবা নিরাপত্তা, কিংবা প্রশাসনিক বৈঠক একাধিকবার রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। সেই পরিস্থিতিতে এই আমন্ত্রণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কোন মন্তব্য নেই