Header Ads

ডিমা হাসাওয়ে পঞ্চায়েত রাজ প্রবর্তনের বিরোধিতা কংগ্রেসের


 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলায় পঞ্চায়েতী রাজ প্রবর্তনের বিরোধিতা করে সরব হয়ে উঠল ডিমা হাসাও জেলা কংগ্রেস। আজ এনিয়ে হাফলং রাজীব ভবন থেকে কংগ্রেস দল এক মিছিল বের করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে শতাধিক কংগ্রেস নেতা কর্মীয়ে উত্তাল করে তুলে পরিষদ সচিবালয় চত্বর। ষষ্ঠ তপশিলভুক্ত ডিমা হাসাও জেলায় সব ধরনের উন্নয়ন মূলক কাজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার ধীরে ধীরে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করতে চাইছে বলে অভিযোগ করে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি নির্মল লাংথাসা বলেন সরকার এই পাহাড়ি জেলাতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করার চক্রান্ত করে উপজাতি জনগোষ্ঠীর মানুষের সব অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে যা কোনও অবস্থাতেই মেনে নেবে না কংগ্রেস এর বিরুদ্ধে কংগ্রেস দল তীব্র আন্দোলন শুরু করবে বলে হুঙ্কার দেন নির্মল লাংথাসা। 

সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ অনুসারে ষষ্ঠ তপশিলির অন্তর্ভূক্ত ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করতে পারে না। কিন্তু সরকার ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সব অধিকার কেড়ে নিতে চাইছে বলে গুরুতর অভিযোগ তুলেন জেলা কংগ্রেস সভাপতি। অন্যদিকে কংগ্রেস দলকে সমর্থন করে ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত রাজ প্রবর্তনের তীব্র বিরোধিতা করল অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন (আডসু)। আজ এক সাংবাদিক সন্মেলন করে আডসু-র উত্তম লাংথাসা বলেন হাফলং নগর সমিতিকে পুরপর্ষদ করে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করার পথে এক পা এগিয়ে গেছে কেন্দ্র ও রাজ্য সরকার। উত্তম লাংথাসা বলেন বলেন পাহাড়ি জেলায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হলে পার্বত্য পরিষদের পরিবর্তে রাজ্য সরকারের নির্দেশে সব ধরনের উন্নয়ন মূলক কাজ করতে হবে। তিনি বলেন পাহাড়ি জেলাতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করে উপজাতি জনগোষ্ঠীর কল্যানে গঠিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সব অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার। উত্তম লাংথাসা প্রশ্ন তুলে বলেন ডিমা হাসাও জেলায় সরকার পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করতে চাইছে কিনা এনিয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা বা বিজেপি শাসিত পার্বত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এখন কোনও স্পষ্টীকরণ দেওয়া হয়নি এ বিষয়টি সিইএম নিজেও নিশ্চুপ। অন্যদিকে ডিমা হাসাও জেলায় ডিটেনশন ক্যাম্প স্থাপনের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে এর বিরোধিতা করে আডসু আজ জেলাশাসক অমিতাভ রাজখোয়ার কাছে এক স্মারকপত্র তুলে দেয়। আডসুর সাফ বক্তব্য ডিমা হাসাও জেলায় কোনও অবস্থাতেই ডিটেনশন ক্যাম্প স্থাপন করতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.