Header Ads

পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে সরব হলেন অমিত শাহ


নয়া ঠাহর প্রতিবেদন। এনআরসির আগেই হবে নাগরিকত্ব আইন। লোকসভা নির্বাচনের আগে পুজোর ঠিক প্রাক্কালে পশ্চিমবঙ্গে এসে কথাই বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় নিজের ভাষণে অমিত শাহ বলেন যে প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে চলে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ,শিখ জৈন প্রত্যেককে নাগরিকত্ব দিয়ে দেওয়ার জন্য বিল পাস করতে চলেছে ভারত সরকার। কিন্তু একজন অনুপ্রবেশকারীকেউ ভারতে থাকতে দেয়া হবে না এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী । এর আগে পশ্চিমবঙ্গে তেমনভাবে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়ায় নি। কিন্তু অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। বর্তমানে এনআরসি নিয়ে এখানেও তৈরি হয়েছে বিভ্রান্তি, আতঙ্ক ,ভয় ও শঙ্কা ।বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন নিজের ভাষণে বলেন যে "আমি  সব শরণার্থীদের আশ্বস্ত করছি যারা এদেশে চলে এসেছেন তাদের কাউকে ভারত ছাড়তে বাধ্য করা হবে না।" তিনি আরো বলেন যে এনআরসি তৈরি করার আগে নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ (সিএবি) আনতে চলেছে ভারত সরকার ।ভারতে আসা হিন্দু-বৌদ্ধ জৈন শিখ-খ্রিস্টান সবাইকেই চিরকালের জন্য নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে ।প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান জৈন ও শিখদের নাগরিকত্ব দিতে  প্রথমে এই বিল সংসদে পেশ করা হয়েছিল  মোদি সরকারের আমলেই। অমিত শাহ এদিন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের "প্ররোচিত" না করার পরামর্শ দিয়েছেন ।অমিত শাহ এও বলেন যে পশ্চিমবাংলায় যেসব বিজেপি কার্যকর্তারা শহীদ হয়েছেন তাঁদের বলিদান ব্যর্থ যাবেনা।
ওদিকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন যে পুজোর প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে এক আতঙ্ক ছড়িয়ে দিয়ে গেলেন। অমিত শাহের এই বক্তব্যে পশ্চিমবঙ্গের লোকেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অমিত মিত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.