Header Ads

রেল নগরী পাণ্ডুর কয়েকটি উল্লেখ্যনীয় পুজা




দেবযানী পাটিকার।রেল নগরী পান্ডুতে বেশীর ভাগ রেল কর্মীরা বসবাস করেন।তাই একে মিনি ইন্ডিয়ায় বলা হয়।প্রতি বছর পাণ্ডু মালিগাঁয়ে অনেক দুর্গা পূজা উল্লাস ও আনন্দের সাথে পালন করা হয়।এবারেও এর ব্যতিক্রম হয়নি।সব মিলিয়ে প্রায় ৯০টি পুজা হয়েছে
।নবরাত্রির শুরু থেকেই এখানে পূজা শুরু হয়ে গেছে।পাণ্ডু আমেরিকান কলোনিতে মহালয়ার দিন থেকেই পূজা শুরু করা হয়েছে ।কামাখ্যা নগর এবার রজত জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছে।চতুর্থীর দিন মায়ের প্রতিমার উন্মোচন করা হয়।মালিগাও কালীবাড়ি এলাকার একটি উল্লেখনীয় পূজা




প্রতি বছর ধুমধাম করে এই পুজো পালন করা হয়।এবছর এদের ৬৯বছর।সাবেকিয়ানায় মার প্রতিমা তৈরী করা হয়েছে।আকর্ষণীয় মান্ডপ সজ্জা লোকেদের নজর কেড়েছে।পাঞ্চমীর।দিন এই পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল জগদীশ মুখী। সাথে উনার স্ত্রী উপস্থিত ছিলেন।


পান্ডু মালিগাঁও এলাকার সমস্ত পূজামণ্ডপগুলোতে ষষ্ঠীতেই প্রতিমার আবরণ উন্মোচন করা হয়েছে। সপ্তমীর দিন সকাল থেকেই এলাকার প্রত্যেকটি পূজামণ্ডপে ভীড় ছিল দেখার মতো। অনেকেই অঞ্জলী প্রদান করেছেন। রাতে প্রত্যেকটি পূজামণ্ডপের ভীড় পরিলক্ষিত হয়েছে।



 শুধু তাই নয় নগরের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা পান্ডু মালিগাঁওএ এসে  মায়ের দর্শন করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.