Header Ads

ত্রিপুরার ইতিহাসে ৫২৫ বছরের বলি বিধান বন্ধ হলো




নয়া ঠাহর প্রতিবেদন।ত্রিপুরা দুর্গা বাড়ির ইতিহাসে ৫২৫বছরের বলি প্রথা   বন্ধ হয়ে গেল।ত্রিপুরা হাই কোর্ট      ধর্মীয় স্থানে বলি   প্রথা   নিষিদ্ধ করে  ঐতিহাসিক রায়   দেন। ত্রিপুরার আইন মন্ত্রী  রতন  লাল নাথ জানিয়েছেন তারা এই  আদেশের বিরুদ্ধে
 সুপ্রিমকোর্টের দ্বারস্থ  হবে।  ত্রিপুরা রাজ পরিবারের  সন্তান    পি এম   দেব বর্মন ও সুপ্রিম কোর্ট এ যাওয়ার কথা জানিয়ে বলেছেন, ত্রিপুরা  রাজ্য ভারত সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় বলি বিধান মেনে নেওয়া হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী  ত্রিপুরা সুন্দরী  মন্দির সহ ১৪ টি মন্দিরের বলি প্রথা মানা  হয়েছিল।ত্রিপুরা ১৩৫৫  বছর রাজতন্ত্রের অধীনে ছিল। বলি বিধানে কোনও বাধা পড়েনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.