Header Ads

বিলুপ্তপ্রায় হাড়গিলা নিয়ে তৈরি তথ্যচিত্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী




নয়া ঠাহর প্রতিবেদন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার তার সভাগৃহে আসামের বিলুপ্তপ্রায় পাখি হাড়গিলা কে নিয়ে নির্মাণ করা একটি তথ্যচিত্রের উদ্বোধন করেন। আমেরিকার কর্ন ওয়েল  বিশ্ববিদ্যালয় একটি গবেষকদল দ্বারা নির্মাণ করা এই তথ্যচিত্রটি উদ্ঘাটন করে মুখ্যমন্ত্রী  এই ক্ষেত্রে কাজ করা হাড়গিলা আর্মির প্রতিষ্ঠাপক ডক্টর পূর্ণিমা দেবী বর্মনের সাথে পুরো টিম টির ভূয়সী প্রশংসা করেন। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকা কামরুপ জেলার( গ্রামীণ) উপায়ুক্ত কমলকুমাকে  পূর্ণিমা।দেবীকে  সহযোগিতার করার কথা বলেন। তিনি বন বিভাগের সাথে একত্রে জেলার দাদরা, পচরিয়া,ও শিঙ্গিমারী  অঞ্চলে গাছের গননা ও জরিপ করার  আহ্বান জানান ।এটা সত্যিই রাজ্যের প্রকৃতিপ্রেমীর জন্য একটা সুখবর।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিশ্ববিদ্যালয় গবেষকের দলটিকে সাথে পূর্ণিমা দেবীকে ধন্যবাদ জানান।  মুখ্যমন্ত্রীর নির্দেশ ও  আহ্বানকে কার্যকরী করার জন্য বন বিভাগ প্রত্যেকটি মুহূর্ত তৈরি হয়ে  রয়েছে ।এক্ষেত্রে সম্ভবপর সমস্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রী হিসেবে আমিও তৈরি আছি কারণ পরিবেশ ও প্রকৃতি রক্ষা করাটা আমার মূলমন্ত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.