Header Ads

অযথা এনআরসির আতঙ্কে ভুগবেন না , সূর্য মিশ্র




নয়া ঠাহর প্রতিবেদন।অযথা এনআরসির আতঙ্কে ভুগবেন না। নরেন্দ্র মোদী বা অমিত শাহরা যদি এখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করে তাহলে আমরা লাল ঝান্ডাধারীরা সেসব ভেঙ্গে দেবো ।এ মন্তব্য সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্রের রবিবার হাওড়ার এক জনসভায় এ মন্তব্য করে তিনি বলেন যে নরেন্দ্র মোদী এই বাংলাতে কিছুতেই আগুন জ্বালাতে পারবেন না ।আর বিজেপি কে খুশি করে তৃণমূলের কোন ফল হবে না। তিনি  বামপন্থীদের , পার্টিকর্মীদের ও  সদস্যদের উদ্দেশ্যে প্রতিটি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন।তিনি আরো বলেন যে  জাত ধর্মের ভিত্তিতে দেশভাগের চেষ্টা বন্ধ করতে হবে ।দ্রব্যমূল্যের বিরুদ্ধে লড়তে হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে।এই লড়াই লড়তে পারে  একমাত্র লাল ঝান্ডাই।এদিন সিপিআই(এম) এর  হাওড়া জেলা কমিটির ডাকে হাওড়ার ময়দানে আয়োজিত হয় এই জনসভা।সূর্য।মিশ্র ছাড়াও  বক্তব্য রাখেন সিপিআই(এম) এর কেন্দ্রীয় শ্রীদীপ ভট্টাচার্য, সিপিআই(এম) এর হাওড়া জেলার সম্পাদক বিপ্লব মজুমদার ,সিপিআই(এমে )র নেতা স্বদেশী চক্রবর্তীর সহিত আরো অন্যান্য নেতারা। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাল ঝান্ডা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী কাজের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল করে মানুষ আসেন এই সমাবেশে। এই মিছিলে শামিল হয়েছিল শ্রমিক,-কৃষক ,ছোট ব্যবসায়ী ও চাকুরিজীবীরা,ছিল ছাত্ররা, যুবকেরা, মহিলারা সহিত আরো অনেক লোকেরা। এ প্রসঙ্গে সূর্য মিশ্র।আরো বলেন যে বর্তমানে সরকার জনবিরোধী নীতি গ্রহণ করেছে তাই আমাদের আন্দোলনকে আরও জোরদার করতে হবে পার্টির অতীতের গৌরব ইতিহাস ব্যাখ্যা করে শ্রীদীপ ভট্টাচার্য বলেন যে এই লাল ঝান্ডা লড়াইয়ের প্রতীক বিপ্লব মজুমদার বলেন যে স্বাধীনতার সময় বামপন্থীদের ভূমিকা ছিল প্রধান।সমস্ত  অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে লাল ঝান্ডা,ভবিষ্যতেও লড়াই করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.