Header Ads

বিহাড়ায় পাওয়া গেল বিরল প্রজাতির সাপ

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : বিরল প্রজাতির একটি সাপ দেখা যায় বিহাড়া দ্বিতীয় খণ্ড নিবাসী কানাই শুক্লবৈদ্যের বাসগৃহে রবিবার সন্ধ্যায়। সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে গৃহকর্তা বাড়ি থেকে বের হলে ঘরের সামনেই দেখতে পান ধীর গতিতে সাপটি যাচ্ছে। গৃহস্তরা প্রতিবেশীদের ডাকলে কৌতুহলে সবাই জড়ো হয় সাপ দেখার জন্য। পরে গ্রামবাসীদের মধ্যে কয়েকজন মিলে সাপটিকে ধরে বস্তাবন্দি করে। স্থানীয়দের মতে এটি অজগরের প্রজাতি। তবে বিশষজ্ঞ রাই বলতে পারবেন সাপটির প্রজাতি কি ? পরে গ্রামবাসীরা বনকর্মীদের জানালে বনকর্মীরা এসে সাপটি তাদের হেফাজতে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.