Header Ads

বনবিভাগের হাতে আটক অবৈধ মাটির ট্রাক

নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জ : গত শুক্রবার রাতে করিমগঞ্জ বদরপুর মিলিয়ে ছয় টিপার লাল মাটি আটক করল বন বিভাগ। শিল্পায়নের তাগিদে করিমগঞ্জ জেলায় অবাদে চলছে লাল মাটির টিলা কাটা। ভূ মাফিয়াদের দাপটে মানচিত্র পুরো পাল্টে যাচ্ছে। গাছ-পালা সব লোপাট হওয়ায় বদরপুর সহ আশপাসের এলাকায় বেড়েছে বাঁদরের উৎপাত। মাইজদিহি বড়থল এংলারবাজার ইত্যাদি এলাকার প্রায়  সব টিলা কেটে সাফ। ফলে প্রকৃতিতে পড়েছে বিরূপ প্রভাব। অপরিকল্পিত ভাবে টিলা কাটায় সবুজায়নের অভাব ছাড়াও ভূমি ধস যত্রতত্র হচ্ছে। ফলে নড়েচড়ে বসেছে বনবিভাগ।  বনবিভাগের সেলিম লস্কর, জ্যোতির্ময় দাস, মান্না দে, তাপস রায়,আবদুল কাইয়ুম,ধীরেন্দ্র রুদ্রপাল এবং বদরপুর এলাকায় বিট অফিসার পৃথ্বীজিৎ দাস, আবদুল মুকিত, আবদুল কাইয়ুম, মানিক সিংহ রায়, হীরামোহন দাস প্রমুখ অভিযান চালায়। ছয়টির মধ্যে দুইটি করিমগঞ্জে ও চারটি বদরপুরে বিভাগীয় হেফাজতে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.