Header Ads

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের

 ছবি, সৌঃআন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। টি২০ সিরিজের তিন ম্যাচেই বিশ্ৰাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। প্ৰথম ম্যাচ হবে নয়াদিল্লিতে। দ্বিতীয় টি২০ হবে ৭ নভেম্বর রাজকোটে। এবং তৃতীয় ম্যাচ হবে ১০ নভেম্বর নাগপুরে।

টি ২০ সিরিজে ভারতীয় দলে থাকছেন - রোহিত শৰ্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্চু স্যামসন, শ্ৰেয়াস আয়ার, মণীশ পাণ্ড্যে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, কুনাল পাণ্ড্যে, যুজুবেন্দ্ৰ চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শাৰ্দূল ঠাকুর।

টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। প্ৰথম টেস্ট ইন্দোরে। ২২ নভেম্বর শেষ টেস্ট হবে কলকাতার ইডেন গাৰ্ডেন্সে।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ায় থাকছেন- বিরাট কোহলি (অধিনায়ক),  রোহিত শৰ্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্ৰ জাদেজা, রবিচন্দ্ৰন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শৰ্মা, শুবমান গিল, ঋষভ পন্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.