মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন জিতে নিল বিহারের কিষানগঞ্জ আসন
![]() |
ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : হায়দরাবাদের নিজামের পৃষ্ঠপোষকতায় তৈরি সংখ্যালঘুদের দল মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন (মিম) বিহারের কিষানগঞ্জ আসনের উপনির্বাচনে জয়ী হল। ১০,২০৪ ভোটের ব্যবধানে জিতল মিম। সংখ্যালঘু অধ্যুষিত কিষানগঞ্জে মিমের জয়লাভ যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গের শাসক দলের।কারণ, কট্টর মুসলিম দল বলেই সর্ব ভারতে পরিচিতি রয়েছে মিমের।
কিষানগঞ্জ আসনটি পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া। বেশকিছু দিন ধরেই মিম পশ্চিমবঙ্গে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও হাওড়া জেলায় ইতিমধ্যেই সংগঠন তৈরি করেছে মিম। দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির পরিচিতিও রয়েছে সর্ব ভারত জুড়ে। আসাদউদ্দিন নিজে হায়দরাবাদের সাংসদ, আর ভাই আকবরউদ্দিন বিধায়ক।
মিম যদি পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে লড়ে তবে শাসকদলের ভোটে থাবা বসানোর আশঙ্কা করছেন অনেকেই। গত লোকসভা নির্বাচনেও বিশাল সংখ্যক সংখ্যালঘু ভোট পকেটে পুড়েছিল পশ্চিমবঙ্গের শাসকদল।
কোন মন্তব্য নেই