Home
/
জাতীয়-খবর
/
তিনসুকিয়া ও গয়ার মধ্যে সুবিধা স্পেশাল সাপ্তাহিক ট্রেন চলাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল
তিনসুকিয়া ও গয়ার মধ্যে সুবিধা স্পেশাল সাপ্তাহিক ট্রেন চলাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।আসাম অরুণাচল প্রদেশের যে সমস্ত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান গয়া ভ্রমণ করতে চান তাদের পরিষেবার জন্য একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর সীমান্ত রেল ।তিনসুকিয়া ও গয়ার মধ্যে সুবিধা স্পেশাল সাপ্তাহিক চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। সেই অনুসারে শুক্রবার ২৫ অক্টোবর স্পেশাল ট্রেনটি তিনসুকিয়া ও গযার মাঝে চলবে। ১ই ৮ নভেম্বর শুক্রবার পুনরায় সুবিধা স্পেশাল ট্রেনটি চলবে ফিরে আসার পথে ২৭ অক্টোবর রবিবারের গয়া ও তিনসুকিয়া মধ্যে ট্রেন ও সুবিধা স্পেশাল ট্রেনটি চলবে । এ ছাড়াও ৩ থেকে ১১ নভেম্বর রবিবার ট্রেনটি চলবে। যে সমস্ত বিহারের মানুষ কর্মসূত্রে উত্তর-পূর্বাঞ্চলে রয়েছেন ছট পূজার সময় তাদের বাড়ি ফেরার ক্ষেত্রে সুবিধা প্রদান করবে এই ট্রেনটি।এই ট্রেনটি এসি ২ টায়ার, তিনটি এসি ৩টায়ার,৮টি শয়ন শ্রেণি ,চারটি সাধারণ দ্বিতীয় শ্রেণী ও দুটি এসএলআর কামরা থাকবে।
কোন মন্তব্য নেই