হরিয়ানা নিয়ে অ্যাক্সিস - ইন্ডিয়া টুডের করা বুথ ফেরত সমীক্ষা প্রায় মিলে গেল
ছবি, সৌঃ ইন্টারনেট
ননী গোপাল ঘোষ -
তামাম বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিল হরিয়ানাতে এককভাবে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি । একমাত্র অ্যাক্সিস - ইন্ডিয়া টুডের সমীক্ষা জানিয়েছিল এককভাবে বিজেপির ফের হরিয়ানাতে ক্ষমতায় ফেরা কঠিন । হরিয়ানাতে ৩২-৪৪ টি আসন পেতে পারে বলে জানিয়েছিল অ্যাক্সিস - ইন্ডিয়া টুডে। যার ফলে ত্রিশঙ্কু অবস্থা হতে পারে হরিয়ানা বিধানসভার ফলাফল ।
অ্যাক্সিস -ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা এও জানিয়েছিল কংগ্রেস ৩০- ৪২ টি আসন পেতে পারে ।
বিকেল অবধি সম্ভাব্য ফলাফলের যা চিত্র তাতে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪০টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৬ টি আসন কম পেতে পারে বিজেপি । এর ফলে গতবারের চেয়ে ৭টি আসন কমতে চলেছে বিজেপির।
অন্যদিকে গতবারের চেয়ে অন্ততপক্ষে ১৬ টি আসন বাড়তে চলেছে কংগ্রেসের । কংগ্রেস পেতে পারে ৩০ টি আসন।
দুষ্মন্ত চৌতালার জেজেপি ১০ টি আসন পেতে পারে । দুষ্মন্ত - কংগ্রেস ও নির্দল মিলে সরকার গঠনের একটা সম্ভাবনা আছে । সেক্ষেত্রে অবশ্য দুষ্মন্ত দাবি করতে পারেন মুখ্যমন্ত্রীর চেয়ার। অন্যান্যদের মধ্যে আবার বিজেপির টিকিট না পেয়ে লড়াই করা প্রার্থীরাও রয়েছেন।। এদের মধ্যে জয়ীদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা বিজেপিরও রয়েছে ।
তামাম বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিল হরিয়ানাতে এককভাবে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি । একমাত্র অ্যাক্সিস - ইন্ডিয়া টুডের সমীক্ষা জানিয়েছিল এককভাবে বিজেপির ফের হরিয়ানাতে ক্ষমতায় ফেরা কঠিন । হরিয়ানাতে ৩২-৪৪ টি আসন পেতে পারে বলে জানিয়েছিল অ্যাক্সিস - ইন্ডিয়া টুডে। যার ফলে ত্রিশঙ্কু অবস্থা হতে পারে হরিয়ানা বিধানসভার ফলাফল ।
অ্যাক্সিস -ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা এও জানিয়েছিল কংগ্রেস ৩০- ৪২ টি আসন পেতে পারে ।
বিকেল অবধি সম্ভাব্য ফলাফলের যা চিত্র তাতে বিজেপির ঝুলিতে যেতে পারে ৪০টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৬ টি আসন কম পেতে পারে বিজেপি । এর ফলে গতবারের চেয়ে ৭টি আসন কমতে চলেছে বিজেপির।
অন্যদিকে গতবারের চেয়ে অন্ততপক্ষে ১৬ টি আসন বাড়তে চলেছে কংগ্রেসের । কংগ্রেস পেতে পারে ৩০ টি আসন।
দুষ্মন্ত চৌতালার জেজেপি ১০ টি আসন পেতে পারে । দুষ্মন্ত - কংগ্রেস ও নির্দল মিলে সরকার গঠনের একটা সম্ভাবনা আছে । সেক্ষেত্রে অবশ্য দুষ্মন্ত দাবি করতে পারেন মুখ্যমন্ত্রীর চেয়ার। অন্যান্যদের মধ্যে আবার বিজেপির টিকিট না পেয়ে লড়াই করা প্রার্থীরাও রয়েছেন।। এদের মধ্যে জয়ীদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা বিজেপিরও রয়েছে ।
কোন মন্তব্য নেই