Header Ads

কুস্তির আখাড়ায় জিতলেও ভোটের ময়দানে হারতে হল কুস্তিগীর ববিতা, যোগেশ্বরকে

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কুস্তির আখাড়ায় তাঁদের কেউ হারাতে না পারলেও নিৰ্বাচনের লড়াইয়ে হেরে গেলেন কমনওয়েল্থ ও অলিম্পিকে পদক জয়ী দুই কুস্তিগীর বিজেপি প্ৰাৰ্থী ববিতা ফোগট এবং যোগেশ্বর দত্ত।
হরিয়ানার বিধানসভা নিৰ্বাচনে যোগেশ্বর লড়েছিলেন বরোদা কেন্দ্ৰ থেকে এবং ববিতা ফোগাট লড়েছিলেন দাদরি কেন্দ্ৰ থেকে। জাঠ মুকুলে বিজেপি প্ৰাৰ্থী করেছিল হকি খেলোয়াড় সন্দীপ সিংকেও। তিনিও জিততে পারেন নি। কুস্তিগীর বাবা ও মেয়ের বিজেপিতে যোগদানের পর রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল, জাঠদের খুশি করতেই মহাবীর ও তাঁর ময়েকে দলে টেনেছে বিজেপি।

২০১০ সালে কমনওয়েল্থ গেমস-এ ফ্ৰিস্টাইল কুস্তিতে প্ৰথম সোনা জিতেছিল ভারতীয় কুস্তিগীর গীতা। আন্তৰ্জাতিক ওই গেমসয়েই ৫২ কেজি ফ্ৰিস্টাইল কুস্তিতে রূপো জিতেছিল ববিতা। এরপর আর তাঁদের পেছন ফিরে তাকাতে হয়নি। বহু আন্তৰ্জাতিক কুস্তি প্ৰতিযোগিতায় সফল হয়েছেন দুই বোন। 

মহাবীর ও তাঁর দুই কুস্তিগীর মেয়েকে নিয়ে অভিনেতা আমিরের বানানো সিনেমা ‘দঙ্গল’ বক্স অফিস হিট করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.