বাংলায় এন আর সি রুখতে মমতায় আস্থা বাম-কংগ্রেসের
দেবকিশোর চক্রবর্তী:
অন্য সব ক্ষেত্রে তুমুল বিরোধিতা জারি রেখেও বাঙালির বড় বিপদ এন আর সি ইস্যুতে মমতার প্রতি আস্থা রাখছেন দু পক্ষই। পশ্চিমবঙ্গ রাজনীতিতে একদা দুই যুযুধান বামফ্রন্ট এবং কংগ্রেস সম্প্রতি এক ছাতার নিচে থেকে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে বিজেপি বিরোধিতার পাশাপাশি বাংলায় ধারাবাহিক ভাবে তৃণমূল সরকারের বিরোধিতা বহাল থাকবে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ বিষয়টি নিয়ে সহমত পোষণ করছেন।
অন্য দিকে, একদা পরস্পর বিরোধী এই দুই রাজনৈতিক দল বিজেপির ভ্রান্ত নীতির বিরুদ্ধেও নিয়মিত সরব থাকবে। কংগ্রেস সভাপতি বলেছেন, এন আর সি-র দোহাই দিয়ে কারো নাগরিক অধিকার কেড়ে নেওয়া যায় না। এটা অনৈতিক এবং অমানবিক। কংগ্রেস এর বিরোধিতা করবে বামেদের পাশে নিয়ে।
এদিকে, প্রায় একই সুরে সহমত প্রকাশ করেছেন বামফ্রন্টের বঙ্গ ব্রিগেড। তাদের একাংশ মনে করছেন, নাগরিকত্বের প্রশ্নে বাংলার মুখ্যমন্ত্রীর অবস্থান এখনো পর্যন্ত ইতিবাচক। উনিও এই অমানবিক সিদ্ধান্ত মেনে নেবেন না বলে আমরা জানি। ফলে আমাদের উচিত সমবেত ভাবে বিজেপি সরকারের এই পদক্ষেপ প্রতিহত করা।
কোন মন্তব্য নেই