Header Ads

বদরপুরে আরএসএসের পথসঞ্চলন

 
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : প্রতি বছরের ন্যায় এবছরও বদরপুর নগরের স্বয়ংসেবকদের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক পথসঞ্চলন। উক্ত সঞ্চলনে দন্ড সহ সংঘের পূর্ণ গণবেশ ধারি প্রায় দুইশ স্বয়ংসেবকরা উপস্থিত ছিলেন। এতে তরুণদের সাথে সাথে শিশু ও পৌঢ় সদস্যরাও অংশগ্রহন করে। শুরুতে গৈরিক পতাকা উত্তোলন করে আরএসএস-এর প্রার্থনা সঙ্গীত গায় স্বয়ংসেবকরা। তারপর শুরু হয় পথ সঞ্চলনের। এই পদ যাত্রায় স্বয়ংসেবকরা বাদ্যযন্ত্রের সাথে পায়ে পা মিলিয়ে বদরপুর হিললাইন কলোনি থেকে এফসিআই রোড ও জুমবস্তি রেল কালীবাড়ি প্রদক্ষিণ করে বদরপুর কলোনি হয়ে পুনরায় হিললাইন কলোনিতে এসে উপস্থিত হন। 
সমবেত স্বয়ংসেবকদের সামনে আরএসএস স্থাপনার পৃষ্টভূমি সহ সমসাময়িক প্রেক্ষাপটে সংঘটনের ভূমিকা নিয়ে বৌদ্ধিক প্রদান করেন কার্যবাহ অলক পাল। তিনি সংঘের কার্য বিস্তারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের পথ সঞ্চলনে উপস্থিত ছিলেন প্রান্ত কুটুম্ব প্রবোধন প্রমূখ শিব প্রসাদ নাথ, জেলা বৌদ্ধিক প্রমুখ সোমেন পাল, বদরপুর নগর কার্যবাহক সুব্রত দাস, মহেন্দ্র দাস, রঞ্জন দাস, যোগমিত্র মিঠুন সরকার  সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.