Header Ads

মহা নবমীর সকাল থেকেই সমস্ত পূজামণ্ডপে ভক্তদের ভিড়



দেবযানী পাটিকার,গুয়াহাটি । দুর্গাপূজার মহানবমী সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড়  পরিলক্ষিত হয়েছে সকালবেলায় যদিও আবহাওয়া কিছুটা খারাপ ছিল কিন্তু  কিছুটা পরে রোদ দেখা পাওয়া যায় আকাশে। সেইজন্য সকালবেলা থেকেই দেখা গেছে যানবাহনের ভীড় । পুজা করার জন্য পূজামণ্ডপে ভিড় করেছে বহু লোক।নবমী পুজা মানেই পূজার শেষ। এবার সম্পূর্ণ গুয়াহাটি তে আয়োজন করা হয়েছে ৪৯২টি পূজা এবং সমস্ত পূজামণ্ডপেই রাতে  ১ থেকে ২-৩ পর্যন্ত পূজামণ্ডপের দেখা গেছে লোকের ভীড়।কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় তার দিকে লক্ষ্য রেখেছে পুলিশ প্রশাসন ।প্রান্তে প্রান্তে এখন কেবল শারদীয় দূর্গোৎসবের উৎসাহ। ঢাক,কাশর, শঙ্খধ্বনিতে মুখরিত হয়েছে সমস্ত পূজা মন্ডপ। ওদিকে খ্রিস্টানবস্তীর পূজামণ্ডপে রাজ্যপাল জগদীশ মুখী সপত্নী উপস্থিত হয়ে মার আশীর্বাদ নিলেন। এবং রাজ্যবাসীর জন্য মার কাছে প্রার্থনা জানালেন। উল্লেখনীয় খ্রিস্টান বস্তীর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ সম্পূর্ণভাবে বাঁশ ও বাঁশের তৈরি সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।
শক্তিপীঠ কামাখ্যা  বিভিন্ন পূজামন্ডপে ও শক্তিপীঠে প্রথা মেনে কুমারী পূজার আয়োজন করা হয়। বিভিন্ন শক্তিপীঠে পশুবলি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.