Header Ads

অসমের পবিতরা অভয়ারণ্যে এনথ্রাক্স রোগে বুনো মোষের মৃত্যু



 নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটিঃ মহানগর থেকে ৩০, ৩৫ কিলোমিটার  দূরবর্তী পবিতরা  বনাঞ্চলে বন্য পশুদের মধ্যে  এনথ্রাক্স রোগের প্রাদুর্ভাব ঘটেছে।  দুটি বুনো মোষের মৃত্যু হয়েছে। বন বিভাগের  পক্ষ থেকে  সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে। কাজিরঙা , মানস, ওরাং প্রভৃতি  অভয়ারণ্যে  যাতে এই রোগ  আর ছড়াতে না পারে, তার জন্যে প্রতিরোধমূলক  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.