Header Ads

প্রধানমন্ত্রীর ভাষণ না দেখানোয় বরখাস্ত দূরদর্শনের আধিকারিক

বিশ্বদেব চট্টোপাধ্যায় : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেখানো হয়নি কেন? এই অপরাধে বরখাস্ত করা হল চেন্নাই দূরদর্শনের সহকারী ডিরেক্টর আর বাসুমতীকে। অভিযোগ আইআইটি মাদ্রাজে প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার তিনি ব্লক করে দিয়েছিলেন। এমনকী উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ অমান্য করেই তিনি এটা করেছিলেন বলে খবর।
তার পরেই প্রসার ভারতীর পক্ষ থেকে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই কারণেই তাঁকে বরখাস্ত করা হচ্ছে এমন কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। বরখাস্ত করার চিঠিতে লেখা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাঁকে বরখাস্ত করা হল। অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ভাবেই দূরদর্শনের ওই আধিকারিক এই কাজ করেছিলেন সেকারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে। 
৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাসে কনভোকেশন বক্তৃতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই চরম পদক্ষেপ করার আগে প্রসার ভারতীর পক্ষ থেকে চেনানাই দূরদর্শনের উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে কথাও বলা হয়েছিল। সকলেই জানিয়েছিলেন যে তাঁরা অনুষ্ঠানটি সম্প্রচারের কড়া নির্দেশ দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.