Header Ads

নিজামের বহুমূল্যের সম্পত্তি নিয়ে রায় ব্রিটিশ আদালতের, আন্তর্জাতিক আঙিনায় বড় জয় ভারতের

বিশ্বদেব চট্টোপাধ্যায় : আন্তর্জাতিক আঙিনায় বড় জয় ভারতের। ব্রিটেনের এক আদালত বুধবার রায় দিয়েছে, হায়দরাবাদের নিজামের সম্পত্তি নিয়ে পাকিস্তান যে আইনি যুদ্ধ চালাচ্ছিল. তাতে একমাত্র অধিকার ভারতের। প্রায় ৩৫ মিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই মামলা চলছিল। ১৯৪৭-এ দেশ ভাগের পর থেকেই পাকিস্তানের অন্যতম মাথা ব্যথা ছিল এই সম্পত্তি।
আদালতের রায়ে বলা হয়েছে, বহু দশকের এই মামলায় পাকিস্তানের দাবিতে তারা সায় দিতে পারছেন না। পাকিস্তান নিজামের সম্পত্তিতে দাবি করেছিল। কিন্তু আদালত এই দাবির সঙ্গে সহমত হতে পারছে না। ব্রিটেনের আদালতের এই রায়ে পাকিস্তানকে আন্তর্জাতিক আঙিনায় আরেকবার অপদস্থ হতে হল। 
দেশভাগের সময় হায়দরাবাদের নিজামের সম্পত্তি লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাঙ্কে রাখা হয়েছিল। পাকিস্তান সেই সম্পত্তির দাবি করায় তা পৌঁছয় ব্রিটেনের হাইকোর্টে। 
নিজামের বংশধররা এব্যাপারে ভারত সরকারকে প্রভূত সাহায্য করেছেন। রাজপুত্র মুকররম ঝা কিংবা তাঁর ভাই মুফাকহম ঝা পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারকে সমর্থন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.