Header Ads

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ পেলেন নোবেল শান্তি পুরস্কার

ইথিয়োপিয়ান প্রধানমন্ত্রী। ছবি-সৌজন্য ইন্টারনেট।
ননী গোপাল ঘোষ : ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এবারের নোবেল শান্তি পুরস্কার পেলেন  আবি আহমেদ। ২০ বছর ধরে চলা যুদ্ধ থামাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন আবি আহমেদ। সম্প্রতি তিনি প্রতিবেশী দেশ সুদানের সঙ্গেও বন্দি বিনিময় চুক্তি করেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে ইথিওপিয়ার  জরুরি অবস্থা তুলে নেন আবি। হাজার হাজার রাজনৈতিক বন্দিদের মুক্তি দেন। সংবাদমাধ্যমকে দেন স্বাধীনতা, বিরোধী দলের উপর নিষেধাজ্ঞা তুলে নেন। অবাধ ও আরো স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতিও দিয়েছেন আবি আহমেদ।
এবছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য উঠে এসেছিল বেশ কয়েকটি সম্ভাব্য নাম। সম্ভাব্য নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গের নাম। ব্রাজিলের আদিবাসী নেতা ও পরিবেশ আন্দোলনকারী রাওনি মেতুকেতির সহ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্তা আর্ডানের নামও সম্ভাব্য তালিকায় উঠে এসেছিল। তবে শেষমেশ নোবেল শান্তি পুরস্কার পেলেন ৪৩ বছরের ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.