Header Ads

বিসর্জনের প্রস্তুতি শুরু,ঘাট পরিদর্শন করলেন জেলা উপায়ুক্ত,নগরের ৭টি ঘটে হবে দেবী প্রতিমা বিসর্জনদেবযানী পাটিকার।আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি এখন সর্বত্র চলছে।শান্তিপূর্ণভাবে পুজা সম্পন্ন করার  করার জন্য পুলিশ প্রশাসনের সাথে জেলা প্রশাসনে তৈরী রয়েছে। মঙ্গলবার পাণ্ডু ঘাটের  বিসর্জনের  স্থান পরিদর্শন করলেন জেলা  উপযুক্ত বিশ্বজিৎ পেগু।পূজার পর  প্রতিমা বিসর্জন করতে কোন অসুবিধা যাতে না হয় এর জন্য জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। পান্ডু ঘাট পরিদর্শন  করে সজাগতা, পরিবেশ প্রদূষণ, স্বচ্ছতা ও সুরক্ষার উপর বিশেষভাবে নজর রাখতে  নির্দেশ দেন পুজা কমিটি গুলিকে।বিগত বছর যেখানে প্রতিমা বিসর্জন করা হয় সেখানেই এবছরও  দেবী মার  প্রতিমা বিসর্জন করা হবে।  এছাড়াও নগরের সাতটি ঘাটে হবে দেবী প্রতিমার বিসর্জন ।জ্যোতিকুচি, কাছমারী,  পান্ডু ,চুনসালী ইত্যাদি বিভিন্ন  ঘটে  দেবী প্রতিমার বিসর্জন হবে ।  উল্লেখ্য যে নগরের পান্ডু সবচেয়ে পুরানা ঘাট  আর এখানে নগরের বিভিন্ন  স্থান থেকেই পুজো কমিটিরা দেবী প্রতিমা বিসর্জনের জন্য আসে।দেবী প্রতিমা বিসর্জনের জন্য প্রচুর লোক ভিড় জমান পাণ্ডু ঘাটে।যায় প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে।

No comments

Powered by Blogger.