বিজেপিকে ফিফটি-ফিফটি ফর্মুলা মনে করাল শিবসেনা, মুখ্যমন্ত্রিত্বের চেয়ার নিয়ে শুরু তরজা
বিশ্বদেব চট্টোপাধ্যায় : ঠাকরে পরিবারের জন্য ঐতিহাসিক মুহূর্ত এনে দিল ২০১৯-এর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। প্রথমবার ঠাকরে পরিবার থেকে নির্বাচিত সদস্য হিসাবে কোনও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পা রাখতে চলেছেন কেউ। ওরলি আসন থেকে শিবসেনা দলের প্রার্থী হিসাবে জয়ী হলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে৷ আর এর পরেই মুখ্যমন্ত্রিত্ব প্রসঙ্গে সুর চড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আজ বিকেল নাগাদ ভোটগণনার চিত্র স্পষ্ট হতেই সাংবাদিক সম্মেলন করে উদ্ধব বিজেপিকে চাপে ফেলার কৌশল নেন।
সাংবাদিকদের তিনি বলেন, "আমরা বিজেপিকে ফিফটি-ফিফটি মুখ্যমন্ত্রিত্বের ফরমুলাটি মনে করিয়ে দেব। এই প্রসঙ্গে আমরা বিজেপির সঙ্গে আলোচনায় বসব। প্রয়োজনে দিল্লিতে থাকা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আমরা কথা বলব।"
জোট সমীকরণে শিবসেনার তুরুপের তাস ছিলেন আদিত্য৷ বিজেপির সঙ্গে জোটের শর্ত হিসাবে শিবসেনার প্রস্তাব ছিল যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে আর্ধেক সময় বসবেন শিবসেনার কেউ। আদতে সেই পদে আদিত্য ঠাকরেকে বসাতেই তাঁকে ভোটের ময়দানে নামানো হয়। আর সেই রাজনৈতিক অঙ্ককে সামনে রেখেই উদ্ধব-পুত্র তথা বাল ঠাকরের নাতি আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছে মহারাষ্ট্রের এই আঞ্চলিক দল।
উল্লেখ্য, মুম্বইয়ের ওরলি কেন্দ্রটি শিবসেনার গড় হিসাবে বহুদিন ধরেই পরিচিত৷ প্রথম থেকেই এই আসনে আদিত্য ঠাকরকে প্রার্থী করার ব্যাপারে নিশ্চিত ছিল শিবেসেনা৷ জাতীয় রাজনীতিতে যাই হয়ে যাক না কেন, মহারাষ্ট্রের মাাটিতে ঠাকরেরাই শেষ কথা বলে। এমন হাওয়া তুলে মহারাষ্ট্র নির্বাচনে বিজেপিকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছে পদ্মশিবিরের শরিকদল। এদিকে সকালে ভোটের ট্রেন্ড সামনে আসতেই আদিত্যকে মুখ্যমন্ত্রী করার ব্যাপারে চাপ বাড়াতে থাকে শিবসেনা ৷
ভোটের আগে থেকেই মহারাষ্ট্রের মাটিতে ২৮৮ টি আসনের মধ্য়ে ৫০ শতাংশ আসনে লড়বার দাবি করেছিল শিবসেনা। তবে, মহারাষ্ট্রে আসন ভাগাভাগির ক্ষেত্রে খানিকটা নমনীয়তা দেখিয়েছিল উদ্ধব শিবির।
সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত সত্যি করেই বাজিমাত বিজেপি-শিবসেনা জুটির ৷ বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ১২৪ আসনে লড়ে ৫৭টি আসনে এগিয়ে শিবসেনা৷ বিজেপি প্রার্থী দিয়েছিল ১৫৭ আসনে৷ বিজেপি শিবসেনা জোটের ঝুলিতে মোট ১৫৯টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেসের জোটের দখলে এখনও পর্যন্ত ১০০টি আসন।
এদিকে আদিত্য ঠাকরেই মুখ্যমন্ত্রী হবেন, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে গণনার ট্রেন্ড সামনে আসতেই শিবসেনার গলায় শোনা যায় এই দাবি। ভোট গণনা শেষ হওয়ার আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এই মন্তব্য তৈরি হয় নতুন জল্পনা। অবশ্য উদ্ভব ঠাকরে এখনও বিজেপির সঙ্গে আছেন বলে জানান। তবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দর কষাকাষি মতবিরোধে পরিণত হলে জোটের ভবিষ্যৎ জানা নেই কারুর।
কোন মন্তব্য নেই