উত্তরপ্রদেশে লাভবান হল সমাজবাদী পার্টি
ননী গোপাল ঘোষ : অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের উপনির্বাচনে একটি আসন ছিনিয়ে নিল বিজেপির ঝুলি থেকে। শুধু তাই নয়, মায়াবতীর বহুজন সমাজ পার্টির ঝুলিয়ে থেকেও তুলে নিল একটি আসন।উত্তরপ্রদেশে মোট এগারোটা আসনে উপনির্বাচন হয়েছিল। বিজেপির দখলে থাকা জৈদপুর ও বহুজন সমাজ পার্টির দখলে থাকা জালালপুর আসন দুটো নিজেদের দখলে নিল অখিলেশের দল। নিজেদের চিরাচরিত আসন রামপুরে অনায়াসে জিতল সমাজবাদী পার্টি।
শাসক বিজেপি হিন্দি বলয়ের এই রাজ্যে জোট বেঁধেছিল আপনার দলের সঙ্গে। জোট বেঁধে লড়ে বিজেপি সাতটি ও আপনা দল জিতল একটি আসনে। শূন্য হাতে ফিরল কংগ্রেস। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, তাঁরা সবকটি আসনেই জিততে চলেছেন। তিনি নিজে জোরদার প্রচার চালিয়েছিলেন। কিন্তু শেষমেশ এগারোটির মধ্যে সাতটি আসনে জিতেই সন্তুষ্ট থাকতে হল যোগী আদিত্যনাথের দল বিজেপিকে।
এই ফলাফলে স্বভাবতই খুশি অখিলেশ যাদব ফলাফল ঘোষণার পর বলেছেন, এই জনাদেশ ছিল গণতন্ত্র রক্ষার পক্ষে।
কোন মন্তব্য নেই