Header Ads

অসমের বিধান সভার চার সমষ্টির ভিতরে তিনটিতেই বিজেপির জয় -জয়কার



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। বিধ্বস্ত কংগ্রেস। বিধানসভা সমষ্টি উপনির্বাচনে চারটা সমষ্টি র ভিতরে তিনটা সমষ্টিতেই বিজয়ী হল বিজেপির প্রার্থী। বৃহস্পতিবারে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বিজেপির মুখ্য কার্যালয়  আনন্দের বন্যা বয়ে যায় ।চারটি বিধানসভা সমষ্টির উপ নির্বাচনে মধ্যে  যে ৩টি তে বিজেপির  প্রার্থী বিজয়ী হয়েছে এর  মধ্যে  রয়েছে রাতাবাড়ি বিধানসভা সমষ্টি। এই সমষ্টি তে উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিজয় মালাকার বিজয়ী হয়েছে ।  বৃহস্পতিবার হওয়া ভোট গণনাতে  বিজেপির প্রার্থী বিজয় মালাকার কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কেশভ প্রসাদ রাজাকে ২৪০০১ ভোটের ব্যবধানে পরাস্ত করে। রাতাবাড়ি বিধানসভা সমষ্টি তে বিগত মে মাসে কৃপনাথ মাল্লা  লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সিটটি খালি পড়েছিল । ওদিকে সোনারি বিধানসভা সমষ্টি উপনির্বাচনের ফলাফলে বিজেপির প্রার্থী নবনীতা সন্দিকৈ বিজয়ী হন । 




সোনারী উপনির্বাচনের ফলাাফল অনুসারে  বিজেপির প্রার্থী নবনীতার সন্দিকৈ সুশীলকুমার চুড়ি কে ১৫৩১১ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। সন্ধ্যার সময় শেষ হয়ে ভোট গণনা। বিজেপির প্রার্থী বিজয়ী ঘোষণা করার সাথে সাথে সমগ্র সোনারিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাঙ্গাপাড়া তে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলো  বিজেপি প্রার্থী রাজেন বরঠাকুর।৫০,১০৪ টা ভোটের ব্যবধানে জয়ী হয় রাজেন বরঠাকুর রাঙ্গাপাড়া সমষ্টিতে নির্বাচনী যুদ্ধে নেমেছিল ৫ জন প্রার্থী। জনিয়াতে এআইউডিএফ এর প্রার্থী ডঃ রফিকুল ইসলামের জয় হয়। 




জনিয়ার সমষ্টির উপনির্বাচনের ভোট গণনাতে শাসক দল বিজেপি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন শাসনে থাকা কংগ্রেস দলকে শোচনীয়ভাবে পরাজিত করে এআইইউডিএফ এর প্রার্থী হাফিজ রফিকুল ইসলাম ।৩৫,১২৯টি ভোটের ব্যবধানে জয়ী হন রফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.