দেশবন্ধু ফুটবল: ৩-০ তে জয়ী কেএফসি কালাইন
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : দেশবন্ধু ক্লাবের নকআউট ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউণ্ডের ষষ্ঠ দিনের খেলায় ৩-০ তে জয়লাভ করে কেএফসি ক্লাব কালাইন। তারা পরাজিত করে আইলারতলের কম্বাইন ক্লাব ফুটবল দলকে।
কালাইন কেএফসি ক্লাব ফুটবল দলের সিও ওয়াং খেলা আরম্ভ হওয়ার ৩৭ মিনিটের মাথায় করে প্রথম গোল, ৪৫ মিনিটের পর দ্বিতীয় গোলটি করে জন মেনবা ও তৃতীয় গোল করে অনুপ চিরাং। আজকের খেলা পরিচালনা করেন রণেন্দু চক্রবর্তী, প্রবাল বর্মন,রুহেল সেনাপতি, সুশান্ত দাসগুপ্ত ও আলি আকবর বড়ভূইয়া। আগামি কালের খেলায় মিলন সংঘ ফ্রেণ্ডস ক্লাব বনাম তাইলাং মেঘালয় পরস্পরের মুখোমুখি হবে।
কোন মন্তব্য নেই