Header Ads

শিলচরে পৌছলেন সংঘ প্রধান মোহন ভাগবত

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার দুপুরের পর শিলচরে পৌছলেন আর এস এস প্রধান মোহন ভাগবত। শুক্রবার সন্ধ্যা থেকে রামনগরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে শুরু হবে প্রচারক বৈঠক। এতে উত্তর পূর্বাঞ্চলের সকল প্রচারকদের সাথে বৈঠকে বসবেন তিনি। এছাড়া সংঘ বিচার ধারার বিবিধ সংঘটন গুলির প্রমুখ কার্যকর্তাদের সাথেও বসবেন তিনি। ২৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় আমন্ত্রিত নাগরিকদের মধ্যে বক্তব্য রাখবেন। সেখানে  এন আর সি বিষয়ে কিছু বলতে পারেন বলে অনেকের ধারণা। ৩০ সেপ্টেম্বর সকালে নাগপুরে ফিরবেন বলে যানা যায়। সুত্র থেকে জানা যায় আগামী ২০২৫-এ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ১০০ পূর্ণ হবে। তারই পূর্ব প্রস্তুতি তথা উত্তর পূর্বাঞ্চলে সংঘের কার্য বিস্তারের লক্ষে এই বিশেষ বৈঠক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.