Header Ads

গান্ধী জয়ন্তি উপলক্ষে সপ্তাহব্যপী কার্যসূচি হাতে নিল যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

নয়া ঠাহর প্রতিবেদন ,বিহাড়া : গান্ধী জয়ন্তি উপলক্ষে সপ্তাহব্যপী বিভিন্ন কার্যসূচি হাতে নিল বিহাড়ার যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এউপলক্ষে ২৬ সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর জীবনের উপর রচিত এক ফিল্ম প্রদর্শন করানো হয় ছাত্র ছাত্রীদের। ২৭ তারিখ মহাত্মা গান্ধীর উপর ক্যুইজ প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা সহ জীবনি পাঠে অংশ নেয় ছাত্র ছাত্রীরা। ২৮ তারিখ রচনা লিখন, চিত্রাংকন প্রতিযোগীতা ও থাকবে শ্লোগান সংগ্রহ। ৩০ তারিখ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সারদীয় উৎসব। এভাবে ২রা অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানগুলি পরিচালনা করবেন প্রধান অধ্যক্ষা মণিদীপা সিকদার, সহকারী শিক্ষক নিরুপম নাথ, বিজয় ভূষণ দাস, শংকর নাথ, কাকলি চন্দ, পিযুষ দেব, সঞ্চালি বর্মন সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.